ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়ী ট্রাম্পকে নিয়ে অবশেষে মুখ খুললেন পুতিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিসহ প্রায় ৭০ জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেননি। তবে সেই সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের এক সেশনে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

পুতিন বলেছেন, আমি এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার (ট্রাম্পের) বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের আস্থাভাজন যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আমরা কাজ করব।

এদিকে ট্রাম্পও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ দেখিয়েছেন। গতকাল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন,  আমি মনে করি আমরা (পুতিন-ট্রাম্প) কথা বলবো।

ট্রাম্প আরও জানান, তিনি এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই একসঙ্গে নৈশভোজে যেতেও সম্মত হয়েছেন।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্প প্রায় ৩০০ ইলেকটোরাল ভোট পেয়েছেন, যেখানে একজন প্রার্থীর জয়ের জন্য ২৭০ ভোট প্রয়োজন।

এরই মধ্যে নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি